সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেষ পরীক্ষা দিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন ফারজানা 

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১০ ১০ ০২  

শেষ-পরীক্ষা-দিয়ে-লাশ-হয়ে-বাড়ি-ফিরলেন-ফারজানা 

শেষ-পরীক্ষা-দিয়ে-লাশ-হয়ে-বাড়ি-ফিরলেন-ফারজানা 

সম্পর্কিত খবর মুজিবনগরে নসিমন উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৪ নাটোরের সিংড়ায় অটোভ্যান উল্টে ফারজানা খাতুন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। 

বুধবার সন্ধ্যায় উপজেলার কলম ইউপির কালিনগর ফজলার রহমান ফুনু ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারজানা কালিনগর গ্রামের দর্জি ওমর ফারুরের মেয়ে ও কালিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 

কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কহিনুর পারভীন জানান, বুধবার বিকেল ৫টার দিকে সিংড়া সদরের দমদমা পাইলট উচ্চ বিদ্যালয়ে শেষ কৃষি ব্যবহারিক পরীক্ষা দিয়ে অটোভ্যানযোগে ফিরছিলেন ফারজানা। পথে নুরপুর এলাকায় পৌঁছলে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অটোভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ফারজানা।

তিনি আরো বলেন, ফারজানা ভালো শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই।

Provaati
    দৈনিক প্রভাতী